তুমি চাইলে বৃষ্টি
মেঘ ও ছিল রাজি
অপেক্ষা শুধুই বর্ষণের
মাতাল হাওয়া বইছে
দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান
সাদা রঙের স্বপ্ন গুলো দিলনা কও ছুটি
তাই তো আমি বসে একা
ঘাস ফুলেদের সাথে আমি একা কথা বলি
ঘাস ফুল গুলো আজ ছন্ন ছাড়া
তুমি চাইলে জোছনা স্বপ্নিল কোন এক রাতে
আকাশটা ঘিরে পার্থনা
চাঁদ টা বলবে হেঁসে জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা
সাদা রঙের স্বপ্ন গুলো দিলনা কও ছুটি
তাই তো আমি বসে একা
ঘাস ফুলেদের সাথে আমি একা কথা বলি
ঘাস ফুল গুলো আজ ছন্ন ছাড়া
No comments:
Post a Comment