Tuesday, December 27, 2011

দীর্ঘশ্বাস

বৃষ্টি ঝরলে
মনে পরে তোমার কথা
কাউ কে বুঝাতে পারি না

দূরত্ব বারিয়ে
চলে গেলে বহু দূরে!
কাছে ছিলাম কখন বুঝিনি?

আমার স্বপ্ন আজ
এলোমেলো বাতাসে ডানা মেলে
আমার এ মন খুজে তোমায়

তুমিতো তা জানলে না?
বুঝিলেনা আমায়
চলে গেছ তাই বহুদুরে...
একা আমি রয়ে গেলাম একা
ভালবেসে তোমায় পাইনি।

আমার স্বপ্ন আজ
এলোমেলো বাতাসে ডানা মেলে
আমার এ মন খুজে তোমায়।

1 comment: