গানঃ দেখনা মন ঝাক মারি এই দুনিয়াদারি
শিল্পীঃ ফরিদা পারভিন
দেখনা মন ঝাক মারি এই দুনিয়াদারি
পড়িয়ে কগ্নি ধজা
পড়িয়ে ককনি ধজা মজা উড়ালো ফকিরি
দেখনা মন ঝাক মারি এই দুনিয়াদারি ।
বড় আসার বাসা এ ঘর
পড়ে রবে কথা রে তা ঠিক নাই তারই
পিছে পিছে ঘুরছে সমন
কোনদিন হাতে দেবে দড়ি
ওরে মন কোনদিন হাতে দেবে দড়ি
দেখনা মন ঝাক মারি এই দুনিয়াদারি ।
দরদের ভাই বন্ধু জনা
মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি
তোমাই খালি হাতে একা পথে
খালি হাতে একা পথে
বিদায় করে দেবে তরী
ওরে মন বিদায় করে দেবে তরী
দেখনা মন ঝাক মারি এই দুনিয়াদারি ।
যা কর তাই কর রে মন
পিছের কথা রেখো স্মরণ বরাবরই
দরবেশ সিরাজ সাই কয় শোনরে লালন
সিরাজ সাই কয় শোনরে লালন
হোস নে কারো ইন্তেজারী
ওরে মন হোস নে কারো ইন্তেরারী
দেখনা মন ঝাক মারি এই দুনিয়াদারি ।
No comments:
Post a Comment