Monday, December 26, 2011

যাও পাখি বল তারে

সোনার পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম নারে
যাও পাখি বল তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখো এই আমারে
বুকের ভেতর নোনা বেথা
চোখে আমার ঝরে কথা
এপাড় ওপাড় তোলপাড় একা

মেঘের উপর আকাশ উড়ে
নদীর ওপাড় পাখির বাসা
মনে বন্ধু বড় আশা

যাও পাখি যারে উড়ে
তারে কয় আমার হয়ে
চোখ ঝলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দুরে
যাও পাখি বল তারে
সে যেন ভোলে না মোরে

No comments:

Post a Comment