Monday, December 26, 2011

দোলনা একা একা

দোলনা একা একা দুলতে পারে না
তাকে দোলাতে হয়
তুমি দোলা দাও আর আমি দুলে যাই
দোলনায় দোলনায় দোলনায়।।

চাঁদের নিজের কোন আলো নেই, জানো?
সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়!!

দোল খেতে খেতে চোখে এসে দেবে ঘুম
ঘুমের ভেতরে কি যে হবে ভাবি
যাই হয় হোক তুমি দিও তাতে সায়
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়!!

হাওয়া দোলা দেয়
তুমি আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়!!

No comments:

Post a Comment