Thursday, December 22, 2011

লালন সাই

সে রূপ দেখবি যদি নিরবধি সরল হয়ে থাক
আয় না চলে ঘোমটা ফেলে নয়ন ভরে দেখ।।
সরল ভাবে যে তাকাবে অমনি সে রূপ দেখতে পাবে।
রূপেতে রূপ মিশে যাবে ঢাকনি দিয়ে ঢাক।।
চাতক পাখির এমনি ধারা অন্য বারি খায় না তারা
... প্রান থাকিতে জ্যান্তে মরা
ঐ রূপ ডালে বসে ডাক।।
ডাকতে ডাকতে রাগ ধরিবে
হৃৎকমল বিকশিত হবে
লালন বলে সেই কমলে হবে মধুর চাক।।

No comments:

Post a Comment