Monday, December 26, 2011

তুমি সুন্দর যদি নাহি হও

তুমি সুন্দর যদি নাহি হও
তাই বল কিবা যায় আসে
প্রিয়ার কি রুপ সেই জানে
সেই জানে ওগো যে কখনো ভালোবাসে...
যে কখনো ভালোবাসে...

শত মনোহার করে তবু হায়
নীরব বীনারে কেবা দেখে যায়
কাঁদে যদি সুর সমবেদনায়
আঁখি তবে জলে ভাসে
প্রিয়ার কি রুপ সেই জানে
সেই জানে ওগো যে কখনো ভালোবাসে...

জানিতে চাহিনা তুমি কে যে
শুধু তোমার তুমিরে জানি
আমার নয়নে প্রতিমা হয়েছো তাই তুমি ওগো রাণী...
তাই তুমি ওগো রাণী
কেন তবু এ যে মোহ ভাবো হায়
জানোনা তোমারি তুলনাতো নাই
কাঙ্গাল হৃদয় ভরে গেছে মোর যেদিন দাঁড়ালে পাশে
প্রিয়ার কি রুপ সেই জানে
সেই জানে ওগো যে কখনো ভালোবাসে...

No comments:

Post a Comment