Monday, December 26, 2011

স্বপ্নের চেয়েও মধুর

স্বপ্নে তার সাথে হয় দেখা ...
বসে বসে ভাবি
তা একা একা
সে স্বপ্নে আসে তবুও
স্বপ্নের চেয়েও মধুর
তাকে পাবার আসায়
দুর বহুদুর.........

তার স্বপ্ন দেখে রাত চলে যায়
তারপর আসে ভোর
তারপর আমার ঘুম ভাঙ্গে
দেখি ব্যস্ততার শহর
অবিরাম ছুটে চলা
একা একা কথা বলা
কতো কিছু বলে ফেলা
তাকে ভালোবেসে ফেলা
এ ভালোবাসাতেই রুদ্দুর.....

তার স্বপ্ন আধারে ঘেরা নয়
সোনালী রোদে ভরা
মেঘের আকাশ চাইনা
তার স্বপ্নে আছে তারা
ভেসেছি ভালো তাকে
স্বপ্ন দেখার ফাকে
স্বপ্নের রং মেখে
মনেতে তার ছবি একে
সে স্বপ্নের চেয়েও মধু......

No comments:

Post a Comment