রাত ১২টা
যা করতে গেলে বল করোনা
করছি নাহ
দাত দিয়ে নখ কাটছি নাহ
অযথাই পা নাড়াচ্ছি নাহ
না বুঝেই ভাব মারছি নাহ
বিশ্বাস কর করছি নাহ
১২ টা ১ চেয়ে দেখ
জালনা খোলা
তার চোখে জল বৃষ্টি ভোলা
আজ শুধু এটুকুই বলা
শুভ জন্মদিন তোমার ।
যদি শহর টা থাকত আধারে
আকশ টা ঢেকে যেত কালো মেঘে
তবুও ঠিকি
যদিও থাকত না কেউ জেগে
তখনো বাড়িতে , তবুও ঠিকি
তবুও ঠিকি আসতাম এখানে দেখতে তোমাকে
আর বলতে ..........
এক গুচ্ছ গোলাপ মুঠোতে
বয়স যত হোল গোলাপ ততটাই আছে
আজ জানতে চাই তোমার কাছে
যেদিন আর গোলাপ আটবেনা দু হাতে
সেই দিনও থাকবে কি তুমি এখানে
জানালা খুলে ভেজা চোখে বলব একি সুরে
No comments:
Post a Comment