Monday, December 26, 2011

জন্মদিন

রাত ১২টা
যা করতে গেলে বল করোনা
করছি নাহ
দাত দিয়ে নখ কাটছি নাহ
অযথাই পা নাড়াচ্ছি নাহ
না বুঝেই ভাব মারছি নাহ
বিশ্বাস কর করছি নাহ
১২ টা ১ চেয়ে দেখ
জালনা খোলা
তার চোখে জল বৃষ্টি ভোলা
আজ শুধু এটুকুই বলা
শুভ জন্মদিন তোমার ।

যদি শহর টা থাকত আধারে
আকশ টা ঢেকে যেত কালো মেঘে
তবুও ঠিকি
যদিও থাকত না কেউ জেগে
তখনো বাড়িতে , তবুও ঠিকি
তবুও ঠিকি আসতাম এখানে দেখতে তোমাকে
আর বলতে ..........

এক গুচ্ছ গোলাপ মুঠোতে
বয়স যত হোল গোলাপ ততটাই আছে
আজ জানতে চাই তোমার কাছে
যেদিন আর গোলাপ আটবেনা দু হাতে
সেই দিনও থাকবে কি তুমি এখানে
জানালা খুলে ভেজা চোখে বলব একি সুরে

No comments:

Post a Comment