Monday, December 26, 2011

বন্ধু আমার

বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া
বন্ধু তোমার নাকের ভাজে চিন্তা নামের কায়া
বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভালো
বন্ধু তুমি একটু হাসো, একটু কথা বলো
বন্ধু আমার বন্ধু তুমি, বন্ধু মোরা ক' জন
তবুও বন্ধু...... মন হলো না আপন ।।

বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা
বন্ধু তুমি অমন করে যেও না আর একা
বন্ধু এসো স্বপ্ন আকি চারটা দেয়াল জুড়ে
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জল এ ভাসি বুক ভাসানোর সুখে
বন্ধু তোমার বন্ধু আমিবন্ধু মোরা ক' জন
তবুও বন্ধু..... ভাসিনাকো
আঁকিনাকো স্বপন ।।

No comments:

Post a Comment