আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা, কুলায় ফেরে না ।
বিবাগী এ মন নিয়ে জন্ম আমার
যায় না বাঁধা আমাকে কোন কিছুর টানের মায়ায়
আমায় ডেকো না, ফেরানো যাবে না
ফেরারী পাখিরা, কুলায় ফেরে না ।
শেষ হোক এই খেলা..এবারের মতন
মিনতি করি আমাকে হাসিমুখে বিদায় জানাও
আমায় ডেকো না.. ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না ।
No comments:
Post a Comment