এই বাংলার মাটিতে
মাগো জন্ম আমায় দিও
এই আকাশ, নদী, পাহাড়
আমার বড় প্রিয়।
কোথায় বলো এতো স্বপন
হাওয়াতে ভাসে
কোথায় বলো এতো বকুল
বসন্তে হাসে।
বার মাসে তের পাবণ
বলো কোথায় আছে
মেঘের খটা দেখে এমন
ময়ূর কোথায় নাচে।
কোথায় বলো এতো মায়া
ধানের ক্ষেতে দোলে
কোথায় বলো হাসে শিশু
সুখে মায়ের কোলে
কোথায় বলো পল্লী বধূ
এমন কোমনীয়।
No comments:
Post a Comment