Tuesday, December 27, 2011

সুন্দর সূবর্ণ তারুণ্য লাবন্য

সুন্দর সূবর্ণ তারুণ্য লাবন্য
 অপূর্ব রূপসী রূপেতে অনন্য
 আমার দুচোখ ভরা স্বপ্ন
 ও দেশ তোমারই জন্য।।

 থাকবেনাতো দুঃখ দারিদ্র
 বিভেধ বেদনা ক্রন্দন,
 প্রতিটি ঘরে একই প্রশান্তি
 একই সুখের স্পন্দন
 আমার দুচোখ ভরা স্বপ্ন
 ও দেশ তোমারই জন্য।।


 তোমার জন্য হবো দূরন্ত
 তোমার জন্য শান্ত
 প্রহরী হয়ে দেবো পাহারা
 যেথায় তোমার সীমান্ত।।
 আমার দুচোখ ভরা স্বপ্ন
 ও দেশ তোমারই জন্য।।

 সুন্দর সূবর্ণ তারুণ্য লাবন্য
 অপূর্ব রূপসী রূপেতে অনন্য।।
 আমার দুচোখ ভরা স্বপ্ন
 ও দেশ তোমারই জন্য।।

No comments:

Post a Comment