Monday, December 26, 2011

সূর্য

সূর্য তুমি যেমন করে ভালোবাসো পৃথিবীকে
ও চাঁদ তুমি যেমন করে আলো দাও ওই রাতকে
তেমনি করে ভালবাসতে চাই তোমার হৃদয়ের ভূমিকে
তেমনি করে আলো দিতে চাই তোমার ভালবাসাকে
দাও আমার হৃদয়েরই সবুজ ভূমি তুমি
এই জীবনে তুমি তুমি শুধু তুমি তুমি আমার।

সাগরের ভালবাসায় পরিপূর্ণ তোমার ভূমি
সেই ভুমিতে আমি চাই ফসল ফলাতে চাই
আমার ভালবাসায় আছে আলো বৃষ্টি আর বায়ু
যা ফসলেরই প্রাণ.....

যদি চাও দিতে পারি আকাশের সকল তারা
বিনিময়ে আমি চাই এক রতি প্রেম
আমার প্রেমে আছে আদর সোহাগ আর মিলন
যা প্রেমেরই প্রাণ…..

No comments:

Post a Comment