Monday, December 26, 2011

এসো তবে বৃষ্টি নামাই

রাত নির্ঘুম বসে আছ তুমি
দক্ষিনের জানালা খুলে
যত নির্বাক অভিমান মনে
আজ সবটুকু নিলাম তুলে

এসো তবে বৃষ্টি নামাই
সৃষ্টি ছাড়া ভালোবাসায়
এসো তবে জোছনা সাজাই
দুচোখের তারায় তারায়

চুপচাপ ঝড়ছে শিশির কণা
রাতের পাখিরা সব গান গেয়ে যায়
নিশ্চুপ বাতাসে তোমার স্মৃতি
আমার গানের সুরে দূরে ভেসে যায়

গুন গুন গুন্জন মনের কোণে
আসবে তুমি বলে মেতে উঠেছে
স্বপ্নিল এই ক্ষন যখন তখন
বিদ্রোহী মন আজ জেগে উঠেছে

এসো তবে বৃষ্টি নামাই
সৃষ্টি ছাড়া ভালোবাসায়
এসো তবে জোছনা সাজাই
দুচোখের তারায় তারায়

No comments:

Post a Comment