Monday, December 26, 2011

বলনা

মন তোরে বলি যত
তুই চলেছিস তোরই মতো,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে...
মন বলি তুই ফিরে চা,
মন ছাড়া কি যায় রে বাঁচা,
তুই ছাড়া কে আর আছে জীবনে...
কি কারণ-অকারণ,
এত করিস জ্বালাতন,
ভালো লাগে না এ দোটানা,
ও চাতন সারাক্ষণ,
বলনা তুই বলনা কেন এই ছলনা,
ও মন তুই বলনা ভালবাসি বলনা...
বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা,
একবার শুধু বলনা ভালবাসি বলনা...

এই কথা সেই কথা কত যে কথা বলিস
শুধু বলিস না মন কি কয়
ভালোবাসা প্রেম পিরিতি কত কিছু বুঝিস
শুধু বুঝিস না মন কি চায়

অন্তরটা দিলাম খুলে দেখিস না তো ফিরে
তোর মন বোঝা ভীষণ দায়...
হৃদয় টা-ও রেখেছি জমা
তাইতো আসি ফিরে
আর কিছুই দেবার তো নাই...

No comments:

Post a Comment