তুমি আমার ভাবনা নদী
উথাল পাথাল ঢেউ,
সেই নদীতে দেয়নি সাতার
আমি ছাড়া কেউ।
ভাসিয়ে নাও না দূরে
যতোটা তোমার ইচ্ছে করে
জলেরই আতলে চিনিয়ে দিও আমাকে ।।
মনের ভিতর পাঁজর ছুঁয়ে
শুধু তোমার বসবাস,
চোখের ভিতর জুড়ে আছো
হয়ে আমার নীল আকাশ।
আমি ছাড়া তোমার
মেঘ ছুঁয়ে দেখেনি তো কেউ ।।
বুকের সবুজ পাথ ধরে
তোমার চলাচল
আমার বুকের কাছে তুমি
অনেক সুখের ঢল
আমি ছাড়া তোমার
সুখ ছুঁয়ে দেখেনি তো কেউ ।।
No comments:
Post a Comment