Monday, December 26, 2011

বন্ধু

বন্ধু তোকে মনে পড়ে
এই শহরে এই বিকেলে
একলা কোনপথে

বন্ধু তোকে মনে পড়ে
ব্যস্ত শহরের ব্যস্ত রেস্তরা
ব্যস্ত চায়ের কাপে

তোকে কি কখনো ভোলা যায়?
তোকে কি কখনো ভোলা যায়?
তবুও দিন কেটে যায়
তবুও দিন কেটে যায় ।।

বন্ধু তোকে মনে পড়ে
খেলার মাঠে
ক্রিকেট ব্যাটে
আর প্রানহীন আড্ডায়

বন্ধু তোকে মনে পড়ে
কলেজ ক্যাম্পাসের ধূসর প্রাঙ্গন
আর অসীম শূন্যতায়

তোকে কি কখনো ভোলা যায়?
তোকে কি কখনো ভোলা যায়?
তবুও দিন কেটে যায়
তবুও দিন কেটে যায় ।।

বন্ধু তোকে মনে পড়ে
সবুজ ঘাসের ঠোটের কোনে
তপ্তরোদের আভায়

বন্ধু তোকে মনে পড়ে
রাতের রাজপথে সোডিয়াম আলো
আর এক পশলা বর্ষায়

তোকে কি কখনো ভোলা যায়?
তোকে কি কখনো ভোলা যায়?
তবুও দিন কেটে যায়
তবুও দিন কেটে যায় ।।

No comments:

Post a Comment