Tuesday, December 27, 2011

এসনা

ছোট একটা পৃথিবী আমার ছোট একটা নীড়
ছোট একটা নদী আমার ছোট একটা তীর
এসনা আমার হয়ে জীবন গড়ি রঙ্গীন করে
না বলা কথা গুলো বলব তোমায় ।।

পূর্নিমাতে ভিজব দুজনে
স্বপ্ন আকব এক চন্দ্র দিয়ে
সুখে আর অসুখে স্বপ্ন মায়ার ইন্দ্রজলে
এসনা আমার হয়ে জীবন গড়ি রঙ্গীন করে
না বলা কথা গুলো বলব তোমায় ।।

সাঝের বেলা পাখি হয়ে তুমি ছারা সব আধার করে
দুঃখ গুলো কে মুছে ফেলে দেব পাড়ি চন্দ্রলোকে
এসনা আমার হয়ে জীবন গড়ি রঙ্গীন করে
না বলা কথা গুলো বলব তোমায় ।।

No comments:

Post a Comment