পৃথিবীর এক পাশে মাকে রেখে
অন্যপাশেও মাকে রাখি,
পৃথিবীর সব কথা ভুলে গিয়ে
ব্যাকুল প্রাণে মাকে ডাকি,
জীবনের সবখানে সব গানে
মাকে ছাড়া জীবনের নেই মানে,
মা-হীন এলোমেলো হৃদয়ে
আর কোন ঠিকানা কেউ কি জানে.....
ও..ও...ও...ও...ও...ও মা
মায়ের মুখ দেখে দু:খ ভুলে ,
মায়ের আচলে জীবন বুঝি,
যখনই দুরে যাই আড়ালে থাকি,
নীরবে চোখ মেলে মাকে খুজি......
মায়ের ই পায়েতে স্বর্গ আছে,
স্বর্গ খুজিনা তাই অন্য খানে,
মায়েরে কারনে বাচতে শেখা,
দুচোখে মা তুমি জাগো জানে....
ও মা...মা...ও মা...মা
No comments:
Post a Comment