পুবাল হাওয়া...
পাও যদি বন্ধুর দেখা বইলো তুমি তারে
আমার মনের কথা হয়নি বলা, হয়নি বলা তারে।
পুবাল হাওয়া......।।
বলে দিও তারে তুমি দেখা যদি পাও
তারে নিয়ে স্বপ্ন দেখে আমার এ হৃদয়
ওও... বইলো তারে খবর নিতে একটু যদি পারে
আমার মনের কথা হয়নি বলা হয়নি বলা তারে
পুবাল হাওয়া....।।
আমার কথা একটু যদি মনে মনে ভাবে
অনুভবে সেই খান থেকে আমাকে সেই পাবে
ওও...কোন ভাবে তারে আমি ভুলতে পারিনা যে
আমার মনের কথা হয়নি বলা হয়নি বলা তারে
পুবাল হাওয়া...।।
No comments:
Post a Comment