ওগো সোনার মেয়ে
বলো না কি পেয়েছ
হৃদয় খুলে আপন ভুলে
ভাল কি বেসেছো
বলো না কি পেয়েছ ।।
চোখেতে এনেছ আকাশের নীল
মনেতে এনেছ হৃদয়ের মিল
হৃদয় খুলে কণ্ঠে সুরের
কত কথা এনে
আমার এই মন নিয়েছ ।।
হৃদয়ে দিয়েছ আবেগের সুর
রঙধনু রঙে মিষ্টি মধুর
হৃদয় খুলে মুক্ত হাসিতে
ভালবাসা দিয়ে
আমার এই মন নিয়েছ ।।
No comments:
Post a Comment