বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
মুছনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মনের মণি কোঠায় ।।
মনে পড়ে যায়
প্রশ্নহীনা জোছনা ধোঁয়া রাতে কথোপকথন
চোখের ভাষায় হত যত আগামী দিনের স্বপ্নের আলাপন
কি ভুল করেছি আমি আমারই ভুলে
প্রতি নীরবতায় আমাকে পোড়ায়
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায় ।।
আমার যত অপূর্ণতা
পারিনি বোঝাতে আমি পারিনি তোমায়
ভুলের মাশুল দিতে গিয়ে জীবন ভরে থাকে বিষণ্ণতায়
হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার
কি ছিলে আমার তুমি বোঝানো না যায়
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায় ।।
Wednesday, February 1, 2012
ভেজা পালকের গান
গানঃ ভেজা পালকের গান
শিল্পীঃ তানভীর আলম সজীব
সভ্য হতে চাইনি কখন
বাধিনি ঘর সুরে
শ্যাওলা গায়ে কাদা পায়ে
হারিয়েছি দূরে
সেই দূরে থাকা বৃষ্টির
কথা ছিল সৃষ্টির
ভেজা পালকের গান
মিথ্যা ছিল বৃষ্টি
তাই ঘুম নাই তাই আলো নাই
অনুভুতি গুলো কোথায় জমাট
আমার কোন প্রাণ নাই
তাই ভয়ে কাপে ঘাস
তাই ভয়ে কাপে ঘাস
ঘাসের কেউ নাই
ভোরের আলোয় শিশুর মুখ
কান্নায় ভেজা চোখ
মুখোমুখি মুখোশ বদল
সময়ের সংকট
সেই দূরে থাকা বৃষ্টির
কথা ছিল সৃষ্টির
ভেজা আগুনের গান
শিল্পীঃ তানভীর আলম সজীব
সভ্য হতে চাইনি কখন
বাধিনি ঘর সুরে
শ্যাওলা গায়ে কাদা পায়ে
হারিয়েছি দূরে
সেই দূরে থাকা বৃষ্টির
কথা ছিল সৃষ্টির
ভেজা পালকের গান
মিথ্যা ছিল বৃষ্টি
তাই ঘুম নাই তাই আলো নাই
অনুভুতি গুলো কোথায় জমাট
আমার কোন প্রাণ নাই
তাই ভয়ে কাপে ঘাস
তাই ভয়ে কাপে ঘাস
ঘাসের কেউ নাই
ভোরের আলোয় শিশুর মুখ
কান্নায় ভেজা চোখ
মুখোমুখি মুখোশ বদল
সময়ের সংকট
সেই দূরে থাকা বৃষ্টির
কথা ছিল সৃষ্টির
ভেজা আগুনের গান
ওগো সোনার মেয়ে
ওগো সোনার মেয়ে
বলো না কি পেয়েছ
হৃদয় খুলে আপন ভুলে
ভাল কি বেসেছো
বলো না কি পেয়েছ ।।
চোখেতে এনেছ আকাশের নীল
মনেতে এনেছ হৃদয়ের মিল
হৃদয় খুলে কণ্ঠে সুরের
কত কথা এনে
আমার এই মন নিয়েছ ।।
হৃদয়ে দিয়েছ আবেগের সুর
রঙধনু রঙে মিষ্টি মধুর
হৃদয় খুলে মুক্ত হাসিতে
ভালবাসা দিয়ে
আমার এই মন নিয়েছ ।।
বলো না কি পেয়েছ
হৃদয় খুলে আপন ভুলে
ভাল কি বেসেছো
বলো না কি পেয়েছ ।।
চোখেতে এনেছ আকাশের নীল
মনেতে এনেছ হৃদয়ের মিল
হৃদয় খুলে কণ্ঠে সুরের
কত কথা এনে
আমার এই মন নিয়েছ ।।
হৃদয়ে দিয়েছ আবেগের সুর
রঙধনু রঙে মিষ্টি মধুর
হৃদয় খুলে মুক্ত হাসিতে
ভালবাসা দিয়ে
আমার এই মন নিয়েছ ।।
পুবাল হাওয়া
পুবাল হাওয়া...
পাও যদি বন্ধুর দেখা বইলো তুমি তারে
আমার মনের কথা হয়নি বলা, হয়নি বলা তারে।
পুবাল হাওয়া......।।
বলে দিও তারে তুমি দেখা যদি পাও
তারে নিয়ে স্বপ্ন দেখে আমার এ হৃদয়
ওও... বইলো তারে খবর নিতে একটু যদি পারে
আমার মনের কথা হয়নি বলা হয়নি বলা তারে
পুবাল হাওয়া....।।
আমার কথা একটু যদি মনে মনে ভাবে
অনুভবে সেই খান থেকে আমাকে সেই পাবে
ওও...কোন ভাবে তারে আমি ভুলতে পারিনা যে
আমার মনের কথা হয়নি বলা হয়নি বলা তারে
পুবাল হাওয়া...।।
পাও যদি বন্ধুর দেখা বইলো তুমি তারে
আমার মনের কথা হয়নি বলা, হয়নি বলা তারে।
পুবাল হাওয়া......।।
বলে দিও তারে তুমি দেখা যদি পাও
তারে নিয়ে স্বপ্ন দেখে আমার এ হৃদয়
ওও... বইলো তারে খবর নিতে একটু যদি পারে
আমার মনের কথা হয়নি বলা হয়নি বলা তারে
পুবাল হাওয়া....।।
আমার কথা একটু যদি মনে মনে ভাবে
অনুভবে সেই খান থেকে আমাকে সেই পাবে
ওও...কোন ভাবে তারে আমি ভুলতে পারিনা যে
আমার মনের কথা হয়নি বলা হয়নি বলা তারে
পুবাল হাওয়া...।।
চোখের জলের হয়না
চোখের জলের হয়না কোন রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
চোখের জলের হয়না কোন রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম গভীন আঁধার পথে
আঁকা বাঁকা ।।
স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এত এল কোথা থেকে
স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এত এল কোথা থেকে
ফুলে ভরা সবুজ মনের আকাশ
ধোয়ায় ঢাকা ।।
ভাঙ্গা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পরে গেল
ভাঙ্গা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পরে গেল
কুরিয়ে তোমার আচলেতে বেধে দিতে চায়
নতুন কোন স্বর্গ দেব কোথায় খুঁজে পায়
তাইতো জীবন সময় দিয়ে সাজিয়ে
নিল পাখা ।।
তবু কত রঙের ছবি আছে আঁকা
চোখের জলের হয়না কোন রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম গভীন আঁধার পথে
আঁকা বাঁকা ।।
স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এত এল কোথা থেকে
স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এত এল কোথা থেকে
ফুলে ভরা সবুজ মনের আকাশ
ধোয়ায় ঢাকা ।।
ভাঙ্গা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পরে গেল
ভাঙ্গা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পরে গেল
কুরিয়ে তোমার আচলেতে বেধে দিতে চায়
নতুন কোন স্বর্গ দেব কোথায় খুঁজে পায়
তাইতো জীবন সময় দিয়ে সাজিয়ে
নিল পাখা ।।
বাউলা গান
যা দিয়েছো তুমি আমায়
তা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান
মন মজালে ওরে বাউলা গান
আমার, মন মজালে ওরে বাউলা গান ।।
অন্তরে আসিয়া তুমি যখন দিলে ইশারা
তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া একতারা
মন মানেনা তোমায় ছাড়া তোমাতে সঁপেছি প্রাণ
মন মজালে ওরে বাউলা গান ।।
কি করে পাবো তোমারে তাই ভাবি দিন-রজনী
মনের ভাব প্রকাশ করি কথায় দিয়ে রাগিণী
এস্কে দিল-দরিয়ার পানি ভাটি ছেড়ে বয় উজান
মন মজালে ওরে বাউলা গান ।।
কত গান গেয়ে গেলেন যারা মরমী কবি
আমি তুলে ধরি দেশের দুঃখ-দুর্দশার ছবি
বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তির বিধান
মন মজালে ওরে বাউলা গান ।।
তা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান
মন মজালে ওরে বাউলা গান
আমার, মন মজালে ওরে বাউলা গান ।।
অন্তরে আসিয়া তুমি যখন দিলে ইশারা
তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া একতারা
মন মানেনা তোমায় ছাড়া তোমাতে সঁপেছি প্রাণ
মন মজালে ওরে বাউলা গান ।।
কি করে পাবো তোমারে তাই ভাবি দিন-রজনী
মনের ভাব প্রকাশ করি কথায় দিয়ে রাগিণী
এস্কে দিল-দরিয়ার পানি ভাটি ছেড়ে বয় উজান
মন মজালে ওরে বাউলা গান ।।
কত গান গেয়ে গেলেন যারা মরমী কবি
আমি তুলে ধরি দেশের দুঃখ-দুর্দশার ছবি
বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তির বিধান
মন মজালে ওরে বাউলা গান ।।
হুঙ্কারের অপেক্ষায়
চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায় (২)
এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!
আমার শিরায় জ্বলে আগুন
রুদ্ধশ্বাসে পুড়তে চাই
আমার চোখে ঝড়ো মিছিল
স্লোগানে বদ্ধ উপমায়।
দীর্ঘ যুগের জমানো সাধ
জমে আছে আমারি গায়
আমার স্বত্তা চিৎকার করে
জাগবে সারা বিশ্বময়।
জেনে দাড়াও জেনে দাড়াও
আলোর কথা
জেনে দাড়াও জেনে দাড়াও জেনে দাড়াও
বাংলাদেশকে জেনে যাও ।।
উড়ে যাক দমকা হাওয়ায়
দুঃখ ক্ষরা যন্ত্রণা
জেগে উঠুক আমার দেশ
লাল সবুজের পতাকায়
চমকে উঠুক পৃথিবী আজ
চমকে উঠুক স্বপ্নরা
থমকে তুলুক নীল আকাশ থেকে
গর্জে উঠুক বিজয়ে
জেনে দাড়াও জেনে দাড়াও
আলোর কথা
জেনে দাড়াও জেনে দাড়াও জেনে দাড়াও
বাংলাদেশকে জেনে যাও ।।
বরাবরের ভুল বাড়িয়ে
অনেক সময় ডুড়েছি
আমার দিকে নির্দেশ করে
অনেক কথাই শুনেছি
আমার দেশে আমার মানুষ
থেমে যেতে আসেনি
সূর্য যখন হাতের মুঠোয়
তোমরা কি তা দেখোনি? ।।
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায় (২)
এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!
আমার শিরায় জ্বলে আগুন
রুদ্ধশ্বাসে পুড়তে চাই
আমার চোখে ঝড়ো মিছিল
স্লোগানে বদ্ধ উপমায়।
দীর্ঘ যুগের জমানো সাধ
জমে আছে আমারি গায়
আমার স্বত্তা চিৎকার করে
জাগবে সারা বিশ্বময়।
জেনে দাড়াও জেনে দাড়াও
আলোর কথা
জেনে দাড়াও জেনে দাড়াও জেনে দাড়াও
বাংলাদেশকে জেনে যাও ।।
উড়ে যাক দমকা হাওয়ায়
দুঃখ ক্ষরা যন্ত্রণা
জেগে উঠুক আমার দেশ
লাল সবুজের পতাকায়
চমকে উঠুক পৃথিবী আজ
চমকে উঠুক স্বপ্নরা
থমকে তুলুক নীল আকাশ থেকে
গর্জে উঠুক বিজয়ে
জেনে দাড়াও জেনে দাড়াও
আলোর কথা
জেনে দাড়াও জেনে দাড়াও জেনে দাড়াও
বাংলাদেশকে জেনে যাও ।।
বরাবরের ভুল বাড়িয়ে
অনেক সময় ডুড়েছি
আমার দিকে নির্দেশ করে
অনেক কথাই শুনেছি
আমার দেশে আমার মানুষ
থেমে যেতে আসেনি
সূর্য যখন হাতের মুঠোয়
তোমরা কি তা দেখোনি? ।।
Subscribe to:
Posts (Atom)